অগোছালো এই মনে
তোর প্রয়োজন
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।(2)
তুই যে বাঁচার কারণ(2)
-:অন্তরা:-
তোর ওই দু চোখে
তাকিয়ে থেকে
খুঁজে যেতে চাই
নিজেই নিজেকে
তুই হীনা একা একা
লাগে যেন সবই ফাঁকা
মনে হয় যেন
বেঁচে থাকা দায়
Related
The 18 Greatest Revenge Songs of All Time
Find Your Next Concert With Live Nation's Tour Stop
Watch Ariana Grande Sing Her Hits On Carpool Karaoke
তোরই ছবি,...কল্পনাতে,...
এঁকে যাই,...সারাক্ষণ...।
অগোছালো এই মনে
তোর প্রয়োজন
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।
তুই যে বাঁচার কারণ(2)
-:দ্বিতীয় অন্তরা:-
জেগে জেগে দেখি স্বপ্ন
তোকে পাই এক অন্য
চেনা হাসিতে
মন ভরে যায়
ইচ্ছের ভিড়ে তোকে
বাঁচিয়ে রাখি কত
মরছি নিজে নিজে
রোজ রোজ বারেবার
ভেজা স্মৃতি,....শুকনো হলো,...পুড়তে এলো ওরে মন,....
Check Out
Every Lyric From Shawn Mendes' Self-Titled New Album
27 Best Ever Songs From Movie Soundtracks
Every Lyric From Keith Urban's New Album 'Graffiti U'
Can You Guess The Song By The Emojis?
অগোছালো এই মনে
তোর প্রয়োজন
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।(2)
তুই যে বাঁচার কারণ(2)